আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবমতম কর্মসূচি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( হুগলি ) :-
হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবমতম কর্মসূচি শুরু হয়েছে। হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা একত্রিত হয়েছিলেন হুগলি স্টেশনে। এদিন তাদের উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া মহিলাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। শুধু বার্তা পৌঁছে দিয়ে কাজ শেষ হয়না তাদের। নিজেদের উদ্যোগে 50 থেকে 60 জন মহিলাদের হাতে হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যানিটারী ন্যাপকিন ও তুলে দেওয়া হয়।

শুধু এদিন নয় এর আগেও এসেছিলেন তারা। তখনো মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিয়েছিলেন। বারবার তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সম্পর্কে শিক্ষা দিয়েছেন সংস্থার সদস্যরা। স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলতে হয় সে সম্পর্কেও যথাযথ শিক্ষা দিয়েছেন। এমনকি হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সহায়তা পেয়ে খুশি প্রত্যেক মহিলা। ছোট্ট শিশুদের মধ্যেও যাতে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় সেজন্য বাড়িতে তৈরিমাক্স বিলি করেন তারা।
ছবি :- পার্থসারথী ঘোষ
বাড়ির মহিলাদের বস্ত্র এবং বাসন পত্র বিলি করেছেন। মাঝের মধ্যে খাদ্য সামগ্রী হাতে তুলে দেন। এই ভাবেই হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের কাজকর্ম নিরন্তর এগিয়ে চলেছে। তাদের এই কর্মসূচি চলতেই থাকবে। বেশ কিছু মহিলার ফোন নম্বর সংগ্রহ করেছেন তারা। সুবিধা-অসুবিধা যেকোনো ধরনের ফিডব্যাক পেতেই এই পদক্ষেপ।সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি সাথে থাকে ভবিষ্যতে তাদের সমাজ সেবার কাজ আরো প্রশস্ত হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের এক সদস্য তপন কুমার মণ্ডল l
See also  নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ১২ বছরের কিশোর।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি