পঞ্চায়েত সমিতির অফিস চত্ত্বর থেকে উদ্ধার হল পূর্ত কর্মাধ্যক্ষের ঝুলন্ত মৃতদেহ । মৃতর নাম চৌধুরী মোস্তফা হোসেন ওরফে মিঠু (৪২)।সোমবার বিকালে পূর্ব বর্ধমানের রায়না ১ পঞ্চায়েত সমিতি অফিসের ঘটনা । গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দপ্তরের সামনের বারান্দায় থাকা সিলিং ফ্যানে ঝুলছিল পূর্ত কর্মাধ্যক্ষের ঝুলন্ত দেহ । খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দেহ উদ্ধার করে রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক পূর্ত কর্মাধ্যক্ষক চৌধুরী মোস্তফা হোসেনকে মৃত ঘোষনা করেন । এই ঘটনা জানাজানি হতেই রায়নার প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । পূর্ত কর্মাধ্যক্ষকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়ে পালিয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য ।
পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তাদের কথায় জানা গিয়েছে ,রায়না থানার সেহারা গ্রাম পঞ্চায়েতের আউসারা গ্রামে চৌধুরী মোস্তফা হোসেনের বাড়ি । বর্তমানে তিনি তাঁর স্ত্রী রেশ্মী বিবি ও নাবালিকা কন্যা রিদ্ধি কে সঙ্গে নিয়ে বর্ধমান শহরের সরাইটিকর এলাকার বাড়িতে থাকতেন । মৃতর দাদা আজম চৌধুরী জানিয়েছেন ,পূর্ত কর্মাধ্যক্ষ হবার আগে থেকেই তাঁর ভাই মিঠু বর্ধমান আদালতে আইনজীবীর পেশায় যুক্ত হন । তখনই বর্ধমানের সরাইটিকরে জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে থাকা শুরু করে ।সেই বাড়ি আরো বিশাল করার কাজও এখন চলছে ।
আজম চৌধুরী জানান ,গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমৃলের হয়ে প্রতিদ্বন্দিতা করে মিঠু জয়ী হন ।দল তাঁকে রায়না ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মনোনিত করে।পূর্ত কর্মাধ্যক্ষ পদে দায়িত বুঝে নেবার পর দু’বছরের মাথায় মিঠুর এমন মৃত্যুর কারণ কি থাকতে পারে তা বুঝে উঠতে পারছেন না পরিবার সদস্যরা। তবেকি মিঠুকে কেউ প্রাণে মেরে ঝুলিয়ে দিয়ে পালিয়েছে ! এমন আশঙ্কার বিষয়টি এখন ভাবিয়ে তুলেছে মৃতর পরিবার সদস্যদের।মিঠুর মৃত্যুর প্রকৃত কারণ হাঁতড়ে বেড়াচ্ছে প্রশাসন ও রায়নার রাজনৈতিক মহলে ।
সপ্তাহের প্রথম দিন সোমবার নির্দিষ্ট সময়ে রায়না ১ পঞ্চায়েত অফিসে নিজের দপ্তরে হাজির হয়েছিলেন চৌধুরী মোস্তফা হোসেন । বিকালে অফিস ছুটি হয়ে যাবার পর অফিস কর্মী খাদ্য কর্মাধ্যক্ষের অফিস ঘর বন্ধ করতে যান। তখনই ওই অফিস কর্মী দেখেন গলায় নাইলন দড়ির ফাঁস লাগান অবস্থায় খাদ্য কর্মাধ্যক্ষের দপ্তরের সামনে বারান্দায় থাকা সিলিং ফ্যানে ঝুলছে মোস্তফা হোসেনের মৃতদেহ। সামনেই পড়ে থাকে প্লাস্টিকের একটি টুল ।
এদিকে এমন ঘটনা দেখেই ওই অফিস কর্মী চিৎকার চেঁচামেচি শুরু করেদেন ।ওই কর্মী ঘটনা কথা বিডিও সৌমেন বনিককেও জানায় ।খবর দেওয়া হয় রায়না থানায় । ঘটনার কথা জানতে পেরে মহকুমা শাসক (দঃ) সুদীপ ঘোষ , রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই, এসডিপিও আমিনুল ইসলাম খান পঞ্চায়েত সমিতি অফিসে পৌছান । বিডিও অফিসে তারা একপ্রস্থ রুদ্ধদ্বার বৈঠক সারেন ।পরে এনারা সকলে যান রায়না থানায় । সেখানে তারা দীর্ঘক্ষন বৈঠক করেন । তবে কি নিয়ে ওই বৈঠক তা অবশ্য কেউই খোলসা করতে চাননি। সহকর্মীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও ।
এসডিপিও আমিনুল ইসলাম খান জানিয়েছেন , এদিন বিকাল ৫ টার পর জানাযায় রায়না ১ পঞ্চায়েত সমিতি অফিসের বারান্দার পূর্ত কর্মাধ্যক্ষের দেহ ঝুলছে । সমিতি অফিসে অন্য সবার চেম্বার সেই সময়ে বন্ধ ছিল । তার মৃতদেহ উদ্ভার করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । তবে প্রাথমিক ভাবে মনেকরা হচ্ছে চৌধুরি মোস্তফা হোসেন সুইসাইড করেছেন ।মৃতর কাছ থেকে কিংবা তার চেম্বারে খোঁজ চালিয়ে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি ।
তাই মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে এসডিপিও জানিয়েছেন । অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহান্ত বলেন , মিটিং থাকায় এদিন বিকালে পঞ্চায়েত সমিতি অফিসে কেউ থাকেনি । অফিসে পূর্ত কর্মাধ্যক্ষ চৌধুরী মোস্তফা হোসেন একাই ছিলেন । তার সূযোগ নিয়ে এদিন তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন । রত্না মহান্ত জানান কেন এমন ঘটনা মোস্তফা হোসেন ঘটালেন তার কিছুই বুঝে উঠতে পারছেন না ।