আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না 2 ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ শুরু

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( উচালন ) :- 
 আবারো উন্নয়নের কাজ শুরু বাংলায়।পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের উচালন গ্রামের দীনেশ গাঙ্গুলী বাড়ি থেকে কাজী পাড়া মসজিদ তলা পর্যন্ত ভায়া শিবতলা পর্যন্ত ড্রেন সহ ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে। দীর্ঘ 10 দিনব্যাপী কাজ চলার পর আবহাওয়া খারাপ থাকার কারণে আর তিনদিনের মধ্যেই রাস্তা তৈরি সম্পূর্ণ হবে।
রাজ্য সরকারের এম জি এন আর জি এস প্রকল্পের তরফ থেকেই তৈরি হচ্ছে রাস্তা এবং রাস্তা তৈরি মোট খরচ বাবদ 25 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, এমনটাই জানিয়েছেন উপপ্রধান আনিসুর রহমান খান। এলাকার মানুষ নিজেরাই তদারকি করে রাস্তা তৈরীর কাজে সহায়তা করছে এবং বাংলার মানুষকে দেওয়া মুখ্যমন্ত্রীর কথা ভোটের আগেই 90 শতাংশ পূরণ হবে বলে জানিয়েছেন উপপ্রধান।

আগে যেখানে রাস্তা তৈরি হচ্ছে সেই স্থান দিয়ে যাতায়াত করা ছিল দুঃসাধ্য। দীর্ঘ 34 বছর ধরে মোরামের রাস্তা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল বহুকাল পরে এই রাস্তাটি সংস্কার হওয়ায় খুশি গ্রামের মানুষ।

গাড়ি যাতায়াতের সুবিধা এবং মানুষজন যাতায়াতের জন্য 12 ফুট করে চওড়া করা হচ্ছে রাস্তা। রাস্তার দু’ধার দিয়ে দেড় ফুট চওড়া ট্রেন তৈরি করা হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি যদি না তৈরি হয় তাহলে রাস্তাটি প্রায় 30 বছর পর্যন্ত টেকসই হতে পারে বলে জানাচ্ছেন, উচালন জিপির নতুন এনএস অনুপম সেন।
তারা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উন্নয়নের জন্য ধন্যবাদ জানিয়েছেন।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নয়নের আলোকে আলোকিত গ্রাম বাংলার মানুষ খুব খুশি।
See also  আজকের দিন আপনার কেমন যাবে দেখে নিন এক ক্লিকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি