খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল মুড়ি সোয়াবিন নুন প্রভৃতি। ওই অঞ্চলের প্রায় 200 জন অসহায় দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন ব্যবসায়িক সংগঠনের প্রধান উদ্যোক্তা রথীন রায়. বাসুদেব মালিক. নিশীথ দত্ত. শান্তনা চ্যাটার্জী. তরণী রায় সহ ওই অঞ্চলের ব্যবসায়ী এবং সদস্যগন।
আজকেই প্রথম নয় লকডাউন শুরুর প্রথম দিন থেকেই রান্না করা খাবার বিতরণ থেকে শুরু করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে কৈয়ড় অঞ্চলে ব্যবসায়ী সংগঠনে টার পক্ষ থেকে।
বেশ কিছুদিন আগে গর্ভবতী মহিলা, শিশু বৃদ্ধ দের হরলিক্স মাস্ক স্যানিটাইজার দেওয়া হয়েছিল রথীন রায়ের উদ্যোগে। বঙ্গাওন যতদিন পর্যন্ত চাই থাকবে ততদিন তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানালেন কৈয়ড় অঞ্চলে ই জনৈক ব্যবসায়ী তথাগত সরকার।