আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২১ টি শ্রমিক স্পেশাল ট্রেনে চড়ে কাটোয়ায় ফিরছেন ৪ হাজার পরিযায়ী শ্রমীক-জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( কাটোয়া ):-
পাঁচটি শ্রমিক স্পেশাল ট্রেনে চড়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭৯৩ জন পরিযায়ী শ্রমিক নামলেন পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশানে । এই শ্রমিকারা এসেছেন তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও কেরালা থেকে । তারা মুলত বীরভূম, নদীয়,মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলার বাসিন্দা ।কম সংখ্যাক কয়েকজন কাটোয়ার বাসিন্দা ছিলেন। মোট ২১ টি শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকদের কাটোয়া স্টেশানে আসার কথা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পরিযায়ী শ্রমিকরা কাটোয়া স্টেশানে নামার পরেই সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের নিয়ে যাওয়া হয় কাটোয়া বাসস্ট্যান্ডে । সেখানে প্রত্যেকের নাম নথিভুক্ত করার পর আঙুলে লাগানো হয় কালির ছাপ ।এরপর স্বাস্থ্য পরীক্ষা করে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় খাবার ও জলের বোতল ।তারপরে একে একে শ্রমিকরা নিজ নিজ এলাকার বাসে চাপেন । এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পুরসভার প্রশাসক
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও কাটোয়া মহকুমা প্রশানের কর্তারা বাসস্ট্যান্ডে উপস্থিত থেকে গোটা ব্যবস্থাপনা তদারকি করেন । রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সন্ধ্যে সাতটা পর্যন্ত মোট ৫ টি শ্রমিক স্পেশাল ট্রেন চড়ে আসা পরিযায়ী শ্রমিকরা এদিন কাটোয়া স্টেশানে নেমেছেন ।রেল দপ্তর সূত্রে খবর মোট ৭৯৩ জন পরিযায়ী শ্রমিক এদিন কাটোয়ায় নেমেছেন ।
মন্ত্রী স্বপন দেবনাথ জানান , ২১ টি শ্রমিক স্পেশাল ট্রেনে ৪ হাজার পরিযায়ী শ্রমিকের ফেরার কথা রয়েছে । কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে স্বপন বাবু বলেন ,পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য ট্রেনের ব্যবস্থা করার কথা অনেই আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন । অনেক টালবাহানার পর কেন্দ্র ট্রেন দেয় । এই ট্রেন যদি আগে দেওয়া হত তাহলে আনেক আগেই এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ফিরে আসতে পারতো ।

 

 

 

See also  ক্লাবের উদ্যোগে রিলিফ ফাণ্ডে চেক প্রদান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি