আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিশ্ব পরিবেশ দিবসে ঘটা করে গাছের পুজো পাঠ হল মেমারির পাল্লা গ্রামে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :-
পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার তাগিদে বিশ্ব পরিবেশ দিবসে ঘটা করে হল গাছের পুজোপাঠ ।দেবতা জ্ঞানে গাছের পুজো পাঠের
মধ্যদিয়েই শুক্রবার পরিবেশ দিবস উদযাপন করলেন পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা গ্রামের ‘ইচ্ছেডানা’ ফুটবল কোচিং সেন্টারের সদস্যরা । ফুটবল কোচিং সেন্টারের সদস্যদের এমন মহতি কর্মকাণ্ডের তারিফ করেছেন আপামোর পরিবেশ প্রেমী মানুষজন ।

ইচ্ছে ডানার সদস্য সদস্যারা এদিন সকালেই পৌছেযান পাল্লা গ্রামের গা ঘেঁসে বয়ে যাওয়া দামোদরের চরের কাঁঠাল বাগানে । সেখানে
ধুপ ধুনো জ্বালিয়ে পুষ্প সহযোগে ব্রাহ্মণ পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্যদিয়ে গাছের পুজোপাঠ করেন ।পুজোয় অংশ নেওয়া ইচ্ছেডানার সদস্য সদস্যরা বৃক্ষ দেবতাকে প্রণাম জানিয়ে গাছের গোড়ায় জল দান করলেন । এরপরেই তারা এলাকার বিভিন্ন জায়গায় রোপন করলেন নতুন চারাগাছ ।

এদিনের গোটা কর্মসূচী প্রসঙ্গে ইচ্ছেডানার সম্পাদক সন্দীপ সাঁতরা বলেন ,নগরায়নের
যাঁতাকলে পড়ে পরিবেশ আজ বিপন্ন । সবুজ ঘেরা পাল্লাগ্রাম একসময়ে চলচ্চিত্র দুনিয়ার মানুষজনের প্রিয় জায়গা ছিল । সিনেমার শুটিং করতে পাল্লা এলাকায় হাজির হতেনে
অভিনেতা ,অভিনেত্রী ও চিত্র পরিচালকরা ।
কিন্তু এখন সবই ইতিহাস । দামোদরের চরে কাঁঠাল বাগানের অস্তিত্বও আজ বিপন্ন।এই পরিস্থিতিতে পাল্লা এলাকার সর্বত্র সবুজের ঘনঘটা ফিরিয়ে আনার তাগিদ সবার মধ্যে জাগ্রত করতেই বিশ্ব পরিবেশ দিবসে গাছ পুজোর আয়োজন করা হয় । সন্দীপ সাঁতরা
বলেন ,পুজোয় অংশ নেওয়া সকল সদস্য ও কচি কাচাদের মধ্যে গাছের প্রতি ভালবাসা জাগ্রত হলে তবেই গাছ পুজোর আয়োজন স্বার্থক রুপ পাবে ।

 

See also  গতকাল রায়নায় উদ্ধার করা বোমাগুলি নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি