আজ থেকেই বর্ধমান উৎসব ময়দানে শুরু হয়ে গেল পৌর উৎসব আজ প্রদীপ পৰ্যলন করে পৌর উৎসবের শুভ সূচনা করেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শংকর মন্ডল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গিলাহা, বর্ধমান হাসপাতালে সুপার ডঃ তাপস ঘোষ, বি ডি এর চেয়ারম্যান, সহ বর্ধমান পৌরসভার একাধিক কাউন্সিলর গণ।
বর্ধমান শহরের এই পৌর উৎসব ঘিরে শহরবাসীর মধ্যে একটা আলাদাই উন্মাদনা থাকে এই মেলা ঘিরে প্রত্যেক দিনেই থাকছে বিভিন্ন ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীরাও আগামী ২৮ তারিখ পর্যন্ত এই মেলা চলবে এই মেলা ঘিরে আনন্দের ছোঁয়া নেমেছে বর্ধমান শহরে







