গঙ্গাসাগর মেলায় কোনও ভিআইপি কালচার চলবে না—নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ভিআইপিদের জন্য যেন সাধারণ পুণ্যার্থী ও সাধারণ মানুষের কোনও রকম অসুবিধা না হয়। মেলা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা ও কড়া নজরদারির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম। তিনি বলেন,
“আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সাধারণ মানুষের কথা আগে ভাবেন। গঙ্গাসাগর মেলা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। এখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন, তাঁদের নিরাপত্তা, যাতায়াত ও পরিষেবা যাতে নির্বিঘ্ন হয়, সেটাই মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য। ভিআইপি কালচারের কারণে যাতে সাধারণ পুণ্যার্থীরা কোনওভাবে বঞ্চিত না হন, সেই চিন্তা থেকেই মুখ্যমন্ত্রী এই কঠোর কিন্তু মানবিক সিদ্ধান্ত নিয়েছেন”।
তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রশাসন সম্পূর্ণভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে। গঙ্গাসাগর মেলায় কেউ বিশেষ সুবিধা পাবে না, সবাই সমান—এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দর্শন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষাই তাঁর রাজনীতির মূল ভিত্তি”।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও জরুরি পরিষেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।








