উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : মঙ্গলবার সকালে জয়নগরে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,মঙ্গলবার সকালে জয়নগর মজিলপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সম্বিতেশ্বর তলায় একটি পুকুরে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ জন।খবর দেওয়া হয় জয়নগর থানায়।খবর পেয়ে জয়নগর থানার পুলিশ গিয়ে পুকুর থেকে দেহটি তুলে পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে এদিন দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম সন্নাসী পন্ডিত,বয়স ৫০ বছর।পুলিশের প্রাথমিক অনুমান,অত্যাধিক মদ্যপান করে বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়ে মৃত্যু ঘটেছে ঐ ব্যক্তির।পুলিশ অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করেছে।








