আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে ৮.৭৯ লক্ষ টাকা মঞ্জুর, উদ্বোধন করলেন রায়নার বিধায়ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না-১ নম্বর ব্লকের রায়না অঞ্চলের রায়না-২ চক্রের হাকৃষ্ণপুর গ্রামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বড় পদক্ষেপ নেওয়া হলো। রায়নার বিধায়ক তহবিল থেকে হাকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য ৮,৭৯,৯৯৮ টাকা প্রদান করা হয়েছে।

শনিবার নতুন স্কুল ভবনের উদ্বোধন করেন রায়নার বিধায়ক শম্পা ধারা। উপস্থিত ছিলেন রায়না-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশীষ রায়সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে শিক্ষার মানোন্নয়ন ও স্কুলের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল উৎসাহ ও আনন্দের পরিবেশ।

বিধায়ক জানান, এই নতুন ভবন চালু হলে ছাত্র-ছাত্রীরা আরও আরামদায়ক ও মানসম্মত পরিবেশে পড়াশোনা করার সুযোগ পাবে। খুব শীঘ্রই তারা প্রকল্পের সুবিধা পেতে শুরু করবে বলেও তিনি আশাবাদী।

See also  মুকুল রায়ের পর ফের বিজেপি থেকে তৃণমূলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি