পুজোর ছুটির প্রাক্কালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী–১ নম্বর ব্লক অফিস চত্বরে অবস্থিত বিএলআরও অফিসে আয়োজিত বিরিয়ানি পার্টি থেকেই যে মর্মান্তিক ঘটনার সূত্রপাত, তা এখন প্রায় স্পষ্ট। সেই বিরিয়ানি খেয়েই অসুস্থ হয়ে মৃত্যু হয় মুহুরী সুমন্ত মন্ডলের। একই বিরিয়ানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রেভিনিউ অফিসার কুন্তল মাঝি।
ঘটনার পর থেকেই সুমন্ত মন্ডলের স্ত্রী অভিযোগ তোলেন, বিরিয়ানির মধ্যেই বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ এবার গ্রেপ্তার করল দু’জনকে।
ধৃতদের মধ্যে একজন দীপঙ্কর মল্লিক। তাঁর বাড়ি নাদনঘাট থানার মালতিপুর এলাকায়। অন্যজন মৃত্যুঞ্জয় রায়, যাঁর বাড়ি দক্ষিণ শ্রীরামপুর এলাকায়। জানা গিয়েছে, শ্রীরামপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় মৃত্যুঞ্জয় রায়ের একটি জেরক্স ও অনলাইন পরিষেবা কেন্দ্র রয়েছে। অন্যদিকে দীপঙ্কর মল্লিক মৃত মুহুরী সুমন্ত মন্ডলের সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার ধৃত দুই অভিযুক্তকেই কালনা আদালতে তোলা হয়। তবে নির্ধারিত সময়ে আসামিদের আদালতের এজলাসে হাজির করানো সম্ভব না হওয়ায় ওই দিন বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। রবিবার পুনরায় তাঁদের কালনা আদালতে পেশ করা হয়।
বিরিয়ানি পার্টিকে কেন্দ্র করে সরকারি অফিসে ঘটে যাওয়া এই রহস্যময় মৃত্যু নিয়ে এখনও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে এলাকাজুড়ে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।








