আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফের গর্বিত করল বাঁকুড়াকে। দিল্লি থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরল ঋদ্ধিমান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দেবনাথ মোদক, খাতড়া (বাঁকুড়া): আবারও গর্বের মাথা উঁচু করল বাঁকুড়া। রাজধানী দিল্লির তালকাতোড়া ইনডোর স্টেডিয়াম থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাঁকুড়ার ছাতনার প্রতিভাবান খেলোয়াড় ঋদ্ধিমান চ্যাটার্জী। কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর অদম্য ইচ্ছাশক্তিকে অস্ত্র করেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সেরা হল সে।

আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিলেও ঋদ্ধিমানের পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। শেষ মুহূর্তের লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব ১৩ বছর – 65 কেজি ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে রুপোর পদক ছিনিয়ে আনে সে।

ঋদ্ধিমানের এই সাফল্যে পরিবার, কোচ ও এলাকার মানুষের মধ্যে আনন্দের হাওয়া। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আরও বড়ো মঞ্চে সাফল্য আনবে—এমনই প্রত্যাশা ঋদ্ধিমানের কোচ আর্যস্মান সরকারের। বাঁকুড়ার এই ছেলে আবারও প্রমাণ করল স্বপ্ন বড়ো হলে, জয়ের পথ নিজেই খুলে যায়।

See also  বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে কালো পতাকা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি