আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগর থানার নতুন আই সিকে ফুল দিয়ে স্বাগত জানালেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর থানার নতুন আই সি হিসেবে কার্যভার গ্রহণ করেছেন সমরেশ ঘোষ।তিনি কৃষ্ণনগর ট্রাফিক হেডকোয়ার্টার থেকে জয়নগর থানার দায়িত্ব ভার গ্রহণ করেন।

আর সোমবার রাতে নতুন আই সি কে স্বাগত জানিয়ে গেলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ, জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর,দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অরুণ নস্কর,সালাউদ্দিন সেখ,মতিবুর সেখ সহ আরো অনেকে।

নতুন জায়গায় কার্যভার গ্রহনের জন্য শুভেচ্ছা জানানো হয় এদিন।এদিন পুস্পস্তপক ও জয়নগরের মোয়া তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়।

See also  বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত সাইতাড়াও রায়পুর গ্রামে দুঃসাহসিক চুরি পরপর আটটি বাড়িতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি