আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

টোটো রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি—রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে আরটিও অফিস ঘেরাও, বিক্ষোভে উত্তাল বর্ধমান!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

টোটো রেজিস্ট্রেশন ফি আরোপের প্রতিবাদে বুধবার আরটিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দিল পূর্ব বর্ধমান টোটো অ্যান্ড ই-রিক্সা অপারেটরস ইউনিয়ন (CITU)। তাদের দাবি—টোটোর রেজিস্ট্রেশন অবশ্যই হোক, তবে একেবারে বিনামূল্যে। এই দাবি নিয়ে বর্ধমান স্টেশন থেকে বিক্ষোভ মিছিল করে আরটিও অফিসে পৌঁছতেই আন্দোলনকারীদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। পরে মাত্র কয়েকজন প্রতিনিধিকে ডেপুটেশন দেওয়ার অনুমতি দেয় পুলিশ।

সি আই টি ইউ-র পূর্ব বর্ধমান জেলা সম্পাদক তাপস চ্যাটার্জী অভিযোগ করেন, বিনা আলোচনায় রাজ্য সরকার টোটো চালকদের উপর “ভয়ঙ্কর আক্রমণ” নামিয়ে এনেছে। তাঁর কথায়, “হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হলো টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু মাথাপিছু ১৭৪০ টাকা ফি কেন নেওয়া হবে? দরিদ্র টোটো চালকদের ওপর এভাবে আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কেন”?

সংগঠনের দাবি, এই অবিচারের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে এবং দ্রুত সমাধানের জন্যই আজকের ডেপুটেশন।

See also  তৃণমূল কার্যালয় লাগোয়া ঘরে দিনের পর দিন মহিলাকে শারীরিক নির্যাতন -গ্রেপ্তার তিন ডাকাবুকো তৃণমূল কর্মী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি