টোটো রেজিস্ট্রেশন ফি আরোপের প্রতিবাদে বুধবার আরটিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দিল পূর্ব বর্ধমান টোটো অ্যান্ড ই-রিক্সা অপারেটরস ইউনিয়ন (CITU)। তাদের দাবি—টোটোর রেজিস্ট্রেশন অবশ্যই হোক, তবে একেবারে বিনামূল্যে। এই দাবি নিয়ে বর্ধমান স্টেশন থেকে বিক্ষোভ মিছিল করে আরটিও অফিসে পৌঁছতেই আন্দোলনকারীদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। পরে মাত্র কয়েকজন প্রতিনিধিকে ডেপুটেশন দেওয়ার অনুমতি দেয় পুলিশ।
সি আই টি ইউ-র পূর্ব বর্ধমান জেলা সম্পাদক তাপস চ্যাটার্জী অভিযোগ করেন, বিনা আলোচনায় রাজ্য সরকার টোটো চালকদের উপর “ভয়ঙ্কর আক্রমণ” নামিয়ে এনেছে। তাঁর কথায়, “হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হলো টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু মাথাপিছু ১৭৪০ টাকা ফি কেন নেওয়া হবে? দরিদ্র টোটো চালকদের ওপর এভাবে আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কেন”?
সংগঠনের দাবি, এই অবিচারের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে এবং দ্রুত সমাধানের জন্যই আজকের ডেপুটেশন।








