নিজস্ব প্রতিবেদন : জামশেদপুরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ গ্রহণ করল সারা এডুকেশনাল এ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। জামশেদপুরের গ্লোবাল সিস্টেম থেকে সারা এডুকেশনাল এ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর কাছে অনুরোধ করা হয় পরিযায়ী শ্রমিকদের বাসস্থানে পৌঁছে দেওয়ার জন্য।
লকডাউন এ যাদের সবথেকে বেশি সংকটের মুখে পড়তে হয়েছে তারা হলেন ভীন্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। কর্মসংস্থানের সাথে সাথে আর্থিক সংকট বাধ্য করেছে পায়ে হেঁটে বাড়ি ফিরতে। পথমধ্যে মৃত্যু হয়েছে অনেকের।
লক ডাউনের জেরে খণ্ডঘোষ এলাকার প্রায় 14 জন শ্রমিক আটকে পড়েছিল জামশেদপুরে। সম্পূর্ণ নিজেদের খরচা এবং উদ্যোগে ট্রাস্টের সদস্যরা পরিবারের কাছে ফিরিয়ে দেন ওই 14 জন শ্রমিককে। এখনো পর্যন্ত যদি কোন এলাকায় পরিযায়ী শ্রমিকরা আটকে থাকেন ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করলে সম্ভব হলে তারা পরিযায়ী শ্রমিকদের সস্থানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ট্রাস্টের সেক্রেটারি হাফিজুর রহমান।