আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দু দিনে ৫৫ জন বাংলাদেশী মৎস্যজীবি গ্রেফতার ফ্রেজারগঞ্জ উপকূলে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিন ২৪ পরগনা: ২৪ ঘণ্টার মধ্যে ফের বিপুল সংখ্যায় বাংলাদেশি মৎস্যজীবী আটক হলেন সুন্দরবনের ফ্রেজারগঞ্জ এলাকায়। শনিবার রাতেই ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবী আটক হয়েছিলেন উপকূল রক্ষী বাহিনীর হাতে। রবিবার রাতেফের ২৬ জন বাংলাদেশিমৎস্যজীবীকে আটক করা হল।

এই পরিস্থিতিতে সুন্দরবন এলাকা ও জলসীমানা এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভারত বাংলাদেশ জলপথে নজরদারি চালাচ্ছিলেন উপকূল নিরাপত্তা রক্ষী বাহিনীর আধিকারিকরা। সেসময় ভারতীয় জল সীমানার ভিতরে গভীর সমুদ্রে একটি বাংলাদেশি ট্রলার দেখা যায়।নিরাপত্তা বাহিনী ‘মায়ের দোয়া’ নামে ওই বাংলাদেশি ট্রলারটিকে দ্রুত আটক করে। সেই ট্রলারে মোট ২৬ জন বাংলাদেশি ছিলেন।

রাতেই তাঁদের ফ্রেজারগঞ্জ নিয়ে আসা হয়। তাঁদের তুলে দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে। পুলিশ ওই ২৬ জনকেই অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে।শনিবার রাতেই ২৯ জন বাংলাদেশিমৎস্যজীবীকে সুন্দরবন এলাকার ভারতীয় জল সীমানায় আটক করা হয়েছিল। পরে তাঁদেরও গ্রেপ্তার করা হয়। গত দু’দিনে মোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে পাকড়া ও করা হল ভারতীয় জল সীমানায়।

সোমবার ওই ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। দু’দিনের মধ্যে দু’টি মাছ ধরার ট্রলারে মোট ৫৫ জন মৎস্যজীবী গ্রেপ্তার হওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতীয় জল সীমান্তে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
­

See also  জীবনের কেএলও ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে মেয়েরাও

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি