পূর্ব বর্ধমান জেলার বর্ধমান–আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা বাজার এলাকায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হল একটি যাত্রীবাহী টোটো। স্থানীয় সূত্রে জানা গেছে, টোটোটিতে ২ জন যাত্রী সহ এক শিশু বর্ধমানের দিক থেকে আরামবাগের উদ্দেশে যাচ্ছিল।
এই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বোলেরো পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে টোটোতে। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই উল্টে যায় টোটোটি। গুরুতর আহত হন টোটোতে থাকা দুই যাত্রী এবং শিশুটি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সেহারা পুলিশ ফাঁড়ির আইসি দীপক সরকার এবং সেহারা ট্রাফিক গাড়ির ওসি রক্তিম দত্ত। তাদের উদ্যোগে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এদিকে ঘাতক বোলেরো পিকআপ ভ্যানটিকে চিহ্নিত ও আটক করার জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে।












