উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: আবার বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার পুলিশ তিনজন দুষ্কৃতী কে গ্রেফতার করলো।বারুইপুর থানার শাসন বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জুনেদ, সোয়েব আখতার ও মহম্মদ সোহেল খান।

ধৃতদের সবারই বাড়ি বারুইপুর থানার মল্লিকপুর এলাকায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চপার, তালা ভাঙার কিছু সরঞ্জাম।ধৃতদেরকে শুক্রবার বারুইপুর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।








