আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সূর্য কেন এত খামখেয়ালি? সৌরঝড়–তাপপ্রবাহের রহস্য ভেদ করলেন গবেষকরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এই বিশাল মহাবিশ্বে রহস্যের শেষ নেই। এবার সূর্যের আচরণ নিয়েই সামনে এলো নতুন চমকপ্রদ তথ্য। গবেষকরা জানাচ্ছেন—সূর্যেরও নাকি হয় ‘মুড সুইং’, আর সেই ওঠাপড়া থেকেই ঘনঘন সৌরঝড় এবং প্রচণ্ড তাপপ্রবাহের মতো ঘটনা দেখা দিচ্ছে। কলকাতার সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা একসুরে বলছেন— “আমাদের সূর্য এক ঝোড়ো নক্ষত্র।”

কিন্তু হঠাৎ সূর্যকে নিয়ে এত আলোচনা কেন? বিজ্ঞানীদের মতে, কয়েক বছর ধরেই সূর্যের আচরণ বেশ অস্থির। হঠাৎ হঠাৎ সৌরঝড়, তীব্র তাপ ও শক্তির বিস্ফোরণ—এসবের ফলে পৃথিবীর বিদ্যুৎ গ্রিডেও প্রভাব পড়ছে। মাঝেমধ্যে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও বাড়ছে। তদন্ত করতে গিয়েই বিজ্ঞানীরা লক্ষ্য করেন—সূর্যের অভ্যন্তরীণ চৌম্বকক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটছে, যা তাকে করে তুলছে আরও অস্থির।

সৌর বিজ্ঞানী ড. রিচা জৈনের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বর থেকেই সূর্যের মধ্যে বড়সড় পরিবর্তন শুরু। এখন সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। সূর্যের চৌম্বকক্ষেত্র ধীরে ধীরে স্থায়ী অবস্থা থেকে অস্থিরতায় এবং এখন সম্পূর্ণ জটিল অবস্থায় গিয়েছে। এরই ফলে সৌরকলঙ্ক এবং সৌরশিখার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে।

ড. জৈন জানান, নভেম্বরের ৬ তারিখেই সূর্যের অস্বাভাবিক অস্থিরতা নিয়ে প্রথম সতর্কতা জারি হয়। এরপর ৯ থেকে ১১ নভেম্বরের মধ্যে ঘটে একের পর এক প্রচণ্ড সৌরঝড়। বিশ্লেষণে দেখা গেছে—প্রতিটি সৌরশিখা জ্বলন্ত সান্দ্র তরলের এক বিশাল মেঘের মতো, যার শক্তি অকল্পনীয়। এটি সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। এই ধারাবাহিক অস্থিরতা বিজ্ঞানীদের উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন একটাই—কবে স্বাভাবিক হবে সূর্য? তার জবাব খুঁজছেন গবেষকরা।

See also  রায়নায় পাইপগান এবং দু রাউন্ড গুলি সহ গ্রেফতার ১ যুবক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি