আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি কে সংবর্ধনা জানালো লিগ্যাল এইড ফোরাম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পারিজাত মোল্লা: বুধবার বিকেলে কলকাতার ধর্মতলা এলাকার এক সভাগৃহে মেঘালয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি কে সংবর্ধনা জানালো অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম । এই সভায় ছিলেন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, বিচারপতি দীপক সাহা রায়, কলকাতা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য আইনী প্রশিক্ষক সমরেন্দু চক্রবর্তী।

এছাড়া আইনজীবীদের মধ্যে কল্যাণ চক্রবর্তী, সঞ্জয় বর্ধন, সুরঞ্জন দাসগুপ্ত, স্বাগত দত্ত, গোরাচাঁদ রায় চৌধুরী প্রমুখ। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -” মাননীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি একাধারে যেমন কলকাতা হাইকোর্টের দীর্ঘদিন বিচারপতি পদে গুরত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি মেঘালয় হাইকোর্টের ১৩ তম প্রধান বিচারপতি হিসাবে বাঙালি কে গর্বিত করেছেন “।

এদিন কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে কলকাতা হাইকোর্টের প্রয়াত বিচারপতি ও কবি সুধেন্দ্রনাথ মল্লিক নামাঙ্কিত ‘সুধেন্দ্রনাথ মল্লিক রত্ন’ সম্মান জানানো হয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি মহাশয় কে।

See also  এসবিএসটিসি-র নতুন চেয়ারম্যান নিযুক্তি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি