উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: ভয়াবহ অগ্নিকান্ড এবার বারুইপুরে।বারুইপুর থানার শাসন বংশী বটতলা বাইপাস লাগোয়া একটি কাঠ চেরাই মিলে বিধ্বংসী আগুন লাগে।বারুইপুর দমকলের চেষ্টায় দু ঘন্টা পর আগুননিয়ন্ত্রণে আসে। এক প্রত্যক্ষদর্শীর কথায় মঙ্গলবার ভোর ঠিক পৌনে চারটে নাগাদ এই আগুন প্রথমে দেখতে পাওয়া যায়।
তারপরে বারুইপুর থানায় খবর যায় এবং বারুইপুর দমকল কর্মীরা আসে তার কিছুক্ষণ পর। এই কাঠের মিল টি এক বিহারি ব্যবসায়ীর ছিল। যেহেতু তাদের বিহারে ভোট ছিল তারা সবাই বিহারে ভোট দিতে গিয়েছে। যার ফলে আহত বা নিহতের সংখ্যা একেবারেই নেই। বাইপাসের মর্নিং ওর্য়াকের পথচারীরা তারা প্রত্যক্ষ করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ও দমকল।








