পূর্ব বর্ধমান জেলার রায়না–১ ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় “নির্মল গ্রাম পঞ্চায়েত” গড়ার লক্ষ্যে প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতনতা যাত্রা অনুষ্ঠিত হলো বাজিতপুর ও মিরেপোতা বাজারে।

মিরেপোতা বাজারে পড়ে থাকা ময়লা-আবর্জনা পঞ্চায়েতের সাফাই কর্মীরা গাড়িতে তুলে পরিষ্কার করেন। পাশাপাশি, বাজার চত্বরে আবর্জনা ফেলার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে একাধিক স্থানে ডাস্টবিন ও ড্রাম বসানো হয়।
এই পদযাত্রায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরঞ্জয় সরকার, সদস্য সমীর সাঁই, প্রবাল মিত্র, উজ্জ্বল ধারা, সদস্যা অর্চনা কার্ফা,অন্নপূর্ণা কেশ ও রিঙ্কু সাহা, সুপ্রীতি দোলুই । এছাড়াও এলাকার সমাজকর্মী অমিতাভ পুঁই ,পার্থ কেশ, তন্ময় সাঁই, সন্তু সরকার,মানিক রায়,স অভিজিৎ হাজরা ও আক্তার সহ অন্যান্য সমাজপ্রেমীরা অংশগ্রহণ করেন।

পঞ্চায়েত প্রধান জানান, “গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্লাস্টিক বর্জনই নির্মল গ্রামের মূল চাবিকাঠি।”












