আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বছর শেষেই মোবাইল রিচার্জে নতুন দাম! আরও বাড়ছে গ্রাহকের খরচ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এই বছরের শেষের দিকেই আবারও মোবাইল রিচার্জের খরচ বাড়তে পারে। এমনকি নতুন বছরের শুরুতেও টেলিকম সংস্থাগুলির ট্যারিফ আরও এক দফা বাড়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে — টেলিকম অপারেটররা ফের একবার (Tariff Hike) আনতে চলেছে। কারা দাম বাড়াবে?

২০২৪ সালের পর আবারও মোবাইল ট্যারিফ বাড়ানোর পথে হাঁটতে চলেছে টেলিকম ইন্ডাস্ট্রি। সূত্রের খবর — Reliance Jio, Bharati Airtel এবং Vodafone-Idea (Vi) — দেশের তিন বড় সংস্থাই রিচার্জের দাম বাড়াতে প্রস্তুত। আগামী ১-২ মাসের মধ্যে ট্যারিফ সংশোধন করা হতে পারে। অনুমান করা হচ্ছে — গড়ে প্রায় ১০% পর্যন্ত খরচ বাড়তে পারে। অর্থাৎ গ্রাহকদের রিচার্জ খরচ প্রায় ১০ শতাংশ বেশি হবে।

আনুষ্ঠানিক ঘোষণা এখনো সামনে না এলেও, এয়ারটেল এবং জিয়ো ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যানে বদল এনেছে। কিছু প্ল্যানের দাম বাড়ানো হয়েছে, হল কিছু প্ল্যানের মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। যেমন উদাহরণ — জিয়োর প্রতিদিন ১ জিবি ডেটা সহ বেসিক প্ল্যান আগে ২৪৯ টাকা ছিল। এখন সেই প্ল্যানের ডেটা বাড়িয়ে ১.৫ জিবি করা হয়েছে এবং দামও বেড়ে হয়েছে ২৯৯ টাকা। এয়ারটেলও তাদের বেস প্ল্যানগুলিতে একই ধরনের পরিবর্তন এনেছে। তবে Vi এখনও রিচার্জে কোনো পরিবর্তন আনেনি।

টেলিকম সংস্থাগুলির দাবি, ৫জি নেটওয়ার্ক তৈরি ও বজায় রাখা অত্যন্ত খরচের। তার সঙ্গে স্পেকট্রাম চার্জ, ফাইবার নেটওয়ার্ক প্রসার — এসব মিলিয়ে খরচ ব্যাপক বেড়েছে। সেই কারণেই ট্যারিফ সামঞ্জস্যের সিদ্ধান্ত আসতে পারে।

শোনা যাচ্ছে — এই ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট চলতি ডিসেম্বরে শুরু হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত পর্যায়ক্রমে হতে পারে। JP Morgan-এর রিপোর্টে বলা হয়েছে — জিয়ো এককভাবে প্রায় ১৫% পর্যন্ত ট্যারিফ বাড়াতে পারে। ধারণা করা হচ্ছে — এয়ারটেল এবং Vi-ও একই পথে যাবে।

গ্রাহকদের উপর সম্ভাব্য প্রভাব:

  • দৈনিক ডেটা ভিত্তিক প্ল্যানের খরচ বাড়তে পারে
  • প্রিমিয়াম গ্রাহকদের জন্য আলাদা Priority pack চালু হতে পারে
    → যেখানে দ্রুত ইন্টারনেট ও উন্নত নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যাবে
  • ধীর ধীরে সস্তা প্ল্যানগুলি তুলে নেওয়া হতে পারে
See also  অমৃত ভারত অত্যাধুনিক রেলস্টেনের রূপ নিল নদীয়ার কল্যানীর ঘোষপাড়া রেলস্টেশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি