আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাস্তু অনুযায়ী পঞ্চমুখী হনুমান রাখলেই মিলবে সুখ-শান্তি ও সমৃদ্ধি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাড়িতে দেব-দেবীর প্রতিমা বা ছবি রাখা শুভ বলে মনে করা হয়। অনেকে বিশেষভাবে বিপদ-আপদ দূর করার উদ্দেশ্যে পঞ্চমুখী হনুমানের ছবি রাখেন। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে পঞ্চমুখী হনুমানের উপস্থিতি নেতিবাচক শক্তিকে দূরে রাখে, ভয়ের প্রভাব কমায় এবং দুঃস্বপ্ন থেকেও রক্ষা করে। এমনকি বাস্তুদোষ থাকলেও বজরংবলীর কৃপায় তা নাকি কেটে যায় বলে বিশ্বাস রয়েছে। ফলে ঘরে শান্তি, সমৃদ্ধি বাড়ে। তবে এই ছবিটি বাড়ির ঠিক কোন অংশে রাখলে তা সবচেয়ে শুভ — সেই ব্যাপারে অনেকেই নিশ্চিত নন।

পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখ পাঁচ ধরনের শক্তির ইঙ্গিত বহন করে। পাঁচ দিক অনুযায়ীই এই ছবি বা মূর্তি স্থাপন করলে শুভফল বেশি পাওয়া যায়। বলা হয় — পূর্বমুখী বানর মুখ শত্রুর হাত থেকে রক্ষা দেয়। পশ্চিম দিকে গরুড় মুখ বাধা দূর করে। উত্তরদিকের বরাহ মুখ শক্তি ও পরিচিতি বাড়ায়। দক্ষিণে নৃসিংহ মুখ ভয় দূর করার প্রতীক। আর উপরের দিকে থাকা হয়গ্রীব মুখ ইচ্ছাপূরণের ক্ষমতার প্রতীক।

বাস্তু মেনে চললে মূল দরজায় পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো সবচেয়ে শুভ বলে ধরা হয়। এতে অশুভ শক্তি ঘরে ঢুকতে পারে না। প্রবেশদ্বার পরিষ্কার রাখা জরুরি। এমন ছবি নির্বাচন করাই উত্তম যেখানে হনুমানজী দক্ষিণমুখী অবস্থায় রয়েছেন। দক্ষিণ দিককে যমদিক বলা হয়, তাই নেতিবাচকতা এড়িয়ে ঘরে শ্রীবৃদ্ধি আনতে এই দিক উপযুক্ত। দক্ষিণে স্থান না থাকলে দক্ষিণ-পশ্চিমেও রাখা যায়।

তবে কোনও অবস্থাতেই নোংরা বা ধুলোয় ভরা জায়গায় এই ছবি রাখা ঠিক নয়। এছাড়া শৌচালয়ের দিকে মুখ করা বা বেডরুমে রাখা নিষেধ — এতে উল্টো ফল হতে পারে। যেখানে রাখবেন, সেই স্থান যেন নিয়মিত পরিষ্কার থাকে। প্রতিদিন না পারলেও অন্তত মঙ্গলবার ও শনিবার শ্রদ্ধা জানালে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়।

See also  এলাকা পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি ও জেলাশাসক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি