আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিশ্বজয়ী রিচা–দীপ্তিকে বিশেষ সম্মান! সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের দুই তারকা — রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে বিশেষ সম্মান জানাতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ইতিমধ্যেই বাংলার শিলিগুড়ির মেয়ে রিচা এবং একসময় বাংলা ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুখ দীপ্তিকে অভিনন্দন জানিয়েছে লাল–হলুদ শিবির।

মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “ইস্টবেঙ্গল ক্লাব ভারতের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্যা রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে তাঁদের অসাধারণ পারফরম্যান্স ও দেশকে গর্বিত করার জন্য। ক্লাবের পক্ষ থেকে সভাপতি এমএল লোহিয়া দুই ক্রিকেটারকেই আনুষ্ঠানিক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। ক্লাবের সদস্য ও দেশ-বিদেশের কোটি কোটি ক্লাব সমর্থকের পক্ষ থেকে তাঁদের এই ঐতিহাসিক সাফল্যের জন্যে অভিনন্দন জানানো হয়েছে।”

ক্লাব জানিয়েছে — বাংলা ও ভারতের গর্ব বাড়ানোর স্বীকৃতি হিসেবে খুব শিগগিরিই দু’জনের সুবিধামতো সময়ে সংবর্ধনা দেওয়া হবে। লাল-হলুদের বক্তব্য অনুযায়ী রিচা ঘোষ উত্তরবঙ্গের ক্রীড়া স্রোতকে প্রতিনিধিত্ব করেন এবং ইস্টবেঙ্গলের ভাবধারার সাথে কাছাকাছি পরিবেশে বড় হয়েছেন। অন্যদিকে দীপ্তি শর্মা দীর্ঘদিন বাংলা ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন, তারপর দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের ছাপ রেখেছেন। সেই কারণেই তাঁদের সম্মানিত করতে উদ্যোগী হয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে — সংবর্ধনা ঠিক কবে এবং কোথায় হবে, তা খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।

See also  মন্তেশ্বরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১০ - গ্রেফতার ৭

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি