‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পের আওতায় মেমারি দু’নম্বর ব্লকে শুরু হলো প্রথম ঢালাই রাস্তা নির্মাণের কাজ। শনিবার বোহার ১ নম্বর অঞ্চলের সোতলা গ্রামে ঘোষপাড়া সংলগ্ন ২১১ বুথে প্রায় ৩০০ ফুট দীর্ঘ ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হয়।
ফিতা কেটে রাস্তাটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও মেমারি-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ। উপস্থিত ছিলেন বোহার ১ নম্বর অঞ্চলের উপপ্রধান জিন্নাত আলী শেখ, যিনি জানান— এই রাস্তা নির্মাণে আনুমানিক খরচ হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। অবশেষে নতুন ঢালাই রাস্তা পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। এলাকার সাধারণ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগের জন্য। প্রতিদিন বহু মানুষের যাতায়াত হয় এই রাস্তাটি দিয়ে, ফলে রাস্তাটি এলাকাবাসীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত তাঁদের।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আরিফুল ইসলাম, জেলা পরিষদের সদস্যা মৌসুমী মণ্ডল, নির্মাণ সহায়ক শেখ মোহাম্মদ ইয়াসিন, পঞ্চায়েতের সঞ্চালক শহিদুল ইসলাম, সমাজসেবী গুরু প্রসন্ন ঘোষ, বিদেশ ঠাকুর, প্রেমচাঁদ ঘোষ, অমল দাস, শিলা ঘোষ, অভিজিৎ ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য স্থানীয় বাসিন্দা।








