প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান, ২৬ অক্টোবর: চারচাকা গাড়ির ধাক্কা লেগে গিয়েছিল বাইকে।তার কারণে মেয়ের সামনেই চারচাকা গাড়ির চালক বাবার গলায় ছুরির কোপ বসিয়ে দেয় ওই বাইকে সওয়ার থাকা এক মদ্যপ আরোহী।শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের কালনা থানার বৈদ্যপুর রথতলার কাছে হওয়া হাড়হিম করা এই ঘটনার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ করে।ছুরির আঘাতে জখম চারচাকা গাড়ির চালক তাপস হেমব্রমকে উদ্ধার করে পুলিশ কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে।সাথে সাথে
পুলিশ ছুরি চালানোর ঘটনায় জড়িত বাইক আরোহী আকাশ ক্ষেত্রপাল ও তার সহযোগী প্রশান্ত মুর্মুকে পাকড়াও করে।আক্রান্তের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতে তাদের গ্রেপ্তার করে।
কালনা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রাকেশ চৌধুরী জানিয়েছেন,ধৃত প্রশান্ত মুর্মুর ও আকাশ ক্ষেত্রপাালের বাড়ি কালনার বৈদ্যপুর গ্যারেজ সংলগ্ন এলাকায়। খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে দুই ধৃতকেই শনিবার কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে“।আদালত সূত্রে জানা গিয়েছে,এই মামলায় বিচারক দুই ধৃতকেই ১৪ দিন জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।আক্রান্ত তাপস হেমব্রমের মেয়ে আদিতি হেমব্রম দুই ধৃতের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন ।

ছুরির আঘাতে জখম তাপস হেমব্রমের বাড়ি হুগলী জেলার সোমরা বাজার এলাকায়। তাঁর পরিবার সদস্যদের কথায় জানা গিয়েছে,“শুক্রবার দুপুরে নিজের মেয়ে সহ পরিবারের কয়েকজনকে চার চাকা গাড়িতে চাপিয়ে নিয়ে তাপস হেমব্রম কালনার জামনা এলাকা নিবাসী আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন । গাড়িটি তাপস’ই চালাচ্ছিলেন। পথে কালনার বৈদ্যপুর রথ তলার কাছে আচমটাই একটি বাইকের সাথে তাদের চার চাকা গাড়ির ধাক্কা লাগে।তা নিয়ে ওই বাইকে সওয়ার থাকা মদ্যপ দুই আরোহী চারচাকা গাড়ির আরোহীদের উপর চড়াও হয়।
অদিতি হেমব্রম জানান,ঝামেলা অশান্তি চলার সময় বাইক আরহী আকাশ ক্ষেত্রপাল হঠাৎই তাঁর কাছে থাকা ধারালো ছুরি বের করে তাপস হেমব্রমের গলায় চালিয়ে দেয়। জখম হয়ে তাপস আর্তনাদ শুরু করতেই তাঁর পরিবার সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করেদেন।তা শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান ।তারা দুই বাইক আরোহীকে ধরে ফেলে স্থানীয় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন।“ আক্রান্ত তাপস হেমব্রম কালনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।







