আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দক্ষিন বারাশতে কালীপুজোর মন্ডপ সরজমিনে পরিদর্শন করলেন বারুইপুর এস ডি পি ও অভিষেক রঞ্জন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাত পোহালেই বাঙালির আরো এক উৎসব কালী পুজো।আলোর উৎসব কালী পুজো।চলছে পুজোর শেষ মূহুর্তের প্রস্তুতি। আর শনিবার দুপুরে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে জয়নগরে এলেন বারুইপুর এস ডি পি ও অভিষেক রঞ্জন।তিনি এদিন জয়নগর থানার দক্ষিন বারাশত পঞ্চায়েতের দক্ষিন বারাশত অটোস্ট্যান্ডের মোড়ে ইয়ং ব্লাড ক্লাবের পুজো মন্ডপ, প্রতিমা সহ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন।

কথা বলেন পুজো কমিটির উদ্যোক্তা সমাজসেবী তুহীন বিশ্বাসের সাথে।পুজোর সময় যাতে কোনো ভাবে যানজট না হয় সেদিকে বিশেষ নজর রাখতে বলেন।এরপরে তিনি জোড়াপুল যুব গোষ্ঠীর পুজো মন্ডপ ও ঘুরে দেখেন।কথা বলেন পুজো কমিটির সদস্যদের সাথে।উল্লেখ্য এই দুটি পুজোই হয় রাস্তার পাশে।

বহু দর্শক সমাগম হয় পুজোর কদিন।তাই জন বহুল রাস্তার পাশে যাতে দর্শনার্থী ও সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিতে পুজো কমিটি ও পুলিশ প্রশাসনকে বলেন।এদিন এস ডি পিওর সাথে ছিলেন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল।

See also  শহীদ দিবসের দিন উত্তোলন করা দলীয় পতাকাকে নামিয়ে মাটিতে ফেলে তার উপর মল ত্যাগ করে মন্দিরের সামনে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো সারেঙ্গায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি