আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষের ওয়ানিয়া গ্রামে দেবী সিংহবাহিনী মায়ের মন্দিরে অভিষেক, ঐতিহ্যের আবহে ভক্তির ঢেউ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ানিয়া গ্রাম বুধবার সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। বহু বছর ধরে যে দেবী সিংহবাহিনী মায়ের পূজা শিলা মূর্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতো, সেই পূজা পেল স্থায়ী আসন। হোমযজ্ঞের মধ্য দিয়ে মায়ের নতুন মন্দিরের শুভ অভিষেক সম্পন্ন হলো।

কথিত আছে, বহুকাল আগে মোড়ল পরিবারের এক সদস্য প্রথম শুরু করেছিলেন এই পূজা। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ভক্তির অগ্নিশিখা। মূর্তি নয়, একটি শিলা—ভক্তের বিশ্বাসে, শক্তির প্রতীক সিংহবাহিনী রূপেই পুজিত হন মা। এতদিন কোনো মন্দির না থাকলেও পূজা থেমে থাকেনি। অবশেষে মোড়ল পরিবারের সদস্যরা নিজেরাই চাঁদা তুলে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তুললেন মায়ের এই নতুন মন্দির।

পুজোর আগমুহূর্তে মন্দির অভিষেক উপলক্ষে আয়োজন করা হয় ভোগ প্রসাদ বিতরণ। প্রায় এক হাজার ভক্তকে অন্ন ভোগ খাওয়ানো হয়। চারিদিকে মন্ত্রোচ্চারণ, ধূপধুনোর গন্ধ আর ঢাকের বাদ্যে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে ভক্তির আবেশ।

শুধু দুর্গাপুজোতেই নয়, প্রতিদিনই মায়ের পূজা হয় এখানে। তবে অষ্টমী, নবমী ও দশমীতে হয় বিশেষ পূজা। প্রচলিত আছে, এই পূজোই “ছাদ” নামে পরিচিত। পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো রামায়ণ পাঠ, যা আজও একই আবেগ ও ঐতিহ্য নিয়ে চলমান।

ওয়ানিয়ার আকাশ আজ সাক্ষী রইল, ভক্তির টানে গড়ে ওঠা এক নতুন দেউল আর চিরন্তন ঐতিহ্যের নব অধ্যায়ের।

See also  চাইল্ড লাইন ও মঙ্গলকোট থানার পুলিশের উদ্যোগে নাবালিকা ফিরে গেল তার বাড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি