আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্যানিংয়ে স্ত্রীকে দিয়ে ফোন করে ডাকিয়ে প্রেমিককে ‘খুন’ স্বামীর, ধৃত দম্পত্তি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং: মহালয়ার সকালে দক্ষিণ ২৪ পরগনার মেছোভেরি এলাকা থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। শামিম পৈলান নামে বছর ২৬-এর ওই যুবককে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ২৪ ঘণ্টার মধ্যে সেই খুনের কিনারা করল ক্যানিং থানার পুলিশ। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতিতে। স্ত্রীর সঙ্গে ওই যুবক পরকীয়ায় জড়িয়ে গিয়েছিলেন। সেই কথা স্বামী জানতে পেরে স্ত্রীর মাধ্যমে ফোনে ওই যুবককে ডাকিয়েছিলেন বলে খবর। ওই যুবক এলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ক্যানিংয়ের বৈতরণী এলাকার মেছোভেরিতে শামিম পৈলানের মৃতদেহ উদ্ধার হয়েছিল।

মৃতের বাড়ি উস্থি থানার সংগ্রামপুর এলাকায়। পুলিশ তদন্তে নেমে ক্যানিং এলাকা থেকে গ্রেপ্তার করা হল সৌমেন সর্দার ও তাঁর স্ত্রী দেবী সর্দারকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শামিমের সঙ্গে মাস ছয়েক আগে দেবী সর্দারের সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কের কথা জেনে ফেলে ছিলেন স্বামী। এরপরই সম্ভবত খুনের পরিকল্পনা করা হয়।স্ত্রীকে দিয়ে শামিমকে ফোন করিয়ে ওই মেছোভেরিতে ডাকানো হয়েছিল বলে খবর। প্রেমিকার ফোন পেয়ে কোনও সন্দেহ করেননি শামিম। ওই যুবক সেখানে পৌঁছতেই তাঁর উপর হামলা চালানো হয়।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারা হয় বলে খবর। রক্তাক্ত অবস্থাতেও শামিম পালানোর চেষ্টা করে ছিলেন। তখন মৃত্যু নিশ্চিত করতে সৌমেন সর্দার শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। ঘটনার পরই স্বামী-স্ত্রী গা ঢাকা দিয়েছিলেন। ক্যানিং থানার পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে শেষপর্যন্ত তাঁদের গ্রেপ্তার করেছে। খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়েছে বলে খবর।মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়েছে।

See also  গুসকারা বিট হাউস পুলিশের অপরাধ দমনে অনন্য নজির: মাত্র দেড় মাসে একাধিক সফল অভিযান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি