আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিহারের পর এবার রাজধানী দিল্লিতে SIR প্রক্রিয়া শুরু, কমিশনের নির্দেশে খোঁজা হবে ২০০২ ভোটার তালিকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিহারের পর এবার রাজধানী দিল্লিতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের ২০০২ সালের তালিকায় নাম খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক।

দিল্লির সিইও-র এক বিবৃতিতে জানানো হয়েছে, এই যাচাই প্রক্রিয়া চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। সেই বিবৃতিতে বলা হয়েছে— ভোটারদের এবং তাঁদের অভিভাবকদের নাম ২০০২ সালের তালিকায় রয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। এ জন্য দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকার কপি প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে আরও বলা হয়েছে, কারও নাম না পাওয়া গেলে ভেরিফিকেশনের সময়ে সমস্যা এড়াতে বৈধ নথি প্রস্তুত রাখতে হবে। ফলে কার্যত দিল্লিতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো SIR প্রক্রিয়া।

উল্লেখ্য, বর্তমানে SIR নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা বিচারাধীন। বিহারে শুরুতে ১১টি নথি ভোটার তালিকায় নাম তোলার জন্য স্বীকৃত হয়েছিল। পরবর্তীতে কমিশনের নির্দেশে প্রমাণপত্রের তালিকায় আধার কার্ডও যুক্ত হয়। তবে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন দু’পক্ষই স্পষ্ট করেছে— “আধার শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্ব প্রমাণের নথি নয়।”

প্রসঙ্গত, বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়ে। বিরোধীদের অভিযোগ, বাদ পড়া নামগুলির মধ্যে বহু বৈধ ভোটারও রয়েছেন। প্রথমে নির্বাচন কমিশন ওই তালিকা প্রকাশ করেনি, কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরে তা প্রকাশ করতে হয়। এই বিতর্কের মধ্যেই এবার দিল্লিতেও শুরু হলো SIR প্রক্রিয়া।

See also  সীমান্তে শত্রুকে ঘায়েল করবে ‘রুদ্র’ ও ‘ভৈরব’, সেনার হাতিয়ার ‘অল আর্মস ব্রিগেড’

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি