আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আর গুজব নয়, সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা! বড়দিনের আগেই ভিকি-ক্যাটরিনার সংসারে নতুন অতিথি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সাদা রঙের ঢিলেঢালা কো-অর্ড সেটে, টানটান বাঁধা পনিটেল, মুখে একফোঁটা মেকআপ নেই—এরই মধ্যে মাস্ক পরে ধীর পদক্ষেপে বোটের সিঁড়ি বেয়ে উঠছিলেন ক্যাটরিনা কাইফ। সেই মুহূর্তে স্ত্রীর পাশে রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে ছিলেন ভিকি কৌশল। গত জুলাই মাসের এই দৃশ্যই ক্যাটরিনার মাতৃত্ব নিয়ে গুঞ্জনকে জোরদার করেছিল। অবশেষে সময় গড়াতে না গড়াতেই কৌশল পরিবারের ঘনিষ্ঠ সূত্রের এক মন্তব্যে সেই জল্পনায় সিলমোহর পড়ল।

খবরে জানা গিয়েছে, প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন ভিকি-ক্যাটরিনা। মাত্র আরও দেড় মাসের মধ্যে নতুন সদস্য আসতে চলেছেন তাঁদের জীবনে। পরিবার ঘনিষ্ঠদের মতে, চলতি বছরের অক্টোবরের শেষ ভাগে অথবা নভেম্বরের শুরুতেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। যদিও তারকা দম্পতির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যেভাবে তাঁদের বিয়ে গোপনে সেরে ফেলা হয়েছিল, এবারও কি একই পথ নিলেন তাঁরা? প্রশ্ন উঠছে নানা মহলে। বিশেষত, জুলাই মাসে আলিবাগ সফরের আগে ক্যামেরায় ধরা পড়া কিছু মুহূর্তেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা চরমে ওঠে। এরপর থেকে ক্যাটরিনাকে প্রকাশ্যে খুব কমই দেখা গিয়েছে। মহাকুম্ভে শাশুড়ির সঙ্গে স্নানের পর থেকে তিনি কার্যত আড়ালেই। অভিনেত্রীর অনুপস্থিতি কি তাঁর মাতৃত্বের কারণেই? কৌতূহল তুঙ্গে।

বলিউড মহল সূত্রে খবর, এবারের বড়দিনে ‘খুদে কৌশল’কে বুকে নিয়েই উৎসব পালন করবেন তারকা দম্পতি। শোনা যাচ্ছে, মা হওয়ার পর সিনেমা থেকে দীর্ঘ বিরতি নিতে চলেছেন ক্যাটরিনা। আসলে বিয়ের পর থেকেই ছবির পছন্দ-অপছন্দে তিনি অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। তুলনায় বড়পর্দায় তাঁকে কমই দেখা গেছে। এখন শোনা যাচ্ছে, আপাতত মাতৃত্বের এই অধ্যায় উপভোগ করতেই চাইছেন ক্যাট।

উল্লেখযোগ্যভাবে, রণবীর-দীপিকা, রণবীর-আলিয়া কিংবা বরুণ-নতাশা—বর্তমান প্রজন্মের প্রায় সব তারকাদম্পতিই সম্প্রতি বাবা-মা হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছেপূরণ ঘটতে চলেছে বলিউডের এই জনপ্রিয় জুটির সংসারে।

See also  কপালে রক্তের তিলক, চোখে স্বাধীনতার স্বপ্ন—বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে অবতীর্ণ হয়ে চমকে দিলেন সুপারস্টার জিৎ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি