আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে বসানো হলো বিশুদ্ধ ঠান্ডা জলের মেশিন।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শতাব্দীপ্রাচীন তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বসানো হলো একটি বিশুদ্ধ পানীয় ঠান্ডা জলের মেশিন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুস্থতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদকে, যারা বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যিনি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে সহায়তা করছেন।

বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন,
“ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে জেলা পরিষদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, এটি শুধু সুপেয় জল সরবরাহ নয়, বরং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

See also  কালোবাজারির জন্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুতের অভিযোগে ৩ জন গ্রেপ্তার কালনায় - উদ্ধার ৭ টি সিলিন্ডার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি