আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে পুজোর আগে থেকেই সাধারণ মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তবে এর প্রভাব কতটা পড়বে বাংলায়? আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থান করছে। সরাসরি বাংলার উপর এর তেমন কোনও প্রভাব পড়বে না। তবে এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে থাকবে রাজ্যে, যার ফলে অস্বস্তিকর গরম এবং আর্দ্রতার মাত্রা আরও বাড়বে।
তাহলে কি বৃষ্টি একেবারেই হবে না? আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় কলকাতা সহ বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের পাশাপাশি রবিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবারও প্রায় সব জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সেখানকার পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার এবং রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে বলে সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার এমন পরিস্থিতি চলতে পারে বলেই পূর্বাভাস।