শুল্কযুদ্ধের ইস্যুতে ফের সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি ন্যাটো দেশগুলিকে লক্ষ্য করে মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, রাশিয়া পরোক্ষভাবে আমেরিকার ওপর চাপ তৈরি করছে। এতদিন ভারতের উপর ক্ষোভ প্রকাশ করলেও, এবার ট্রাম্প স্পষ্টভাবে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলিকে রুশ তেল কেনা বন্ধের নির্দেশ দিলেন।
শনিবার এক বক্তব্যে ট্রাম্প জানান, ন্যাটো দেশগুলি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ন্যাটোর সদস্য দেশগুলি এখনও রুশ তেল কিনছে। ট্রুথ সোশ্যাল-এ লিখে ট্রাম্প জানান, তিনি এ ঘটনায় ‘আতঙ্কিত’। তাঁর কথায়, “এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে”। ন্যাটো দেশগুলিকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, ‘সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাঁদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি, সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।” তাঁর অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ন্যাটো দেশগুলি এখনও পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ নয়।

বর্তমানে রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা চিন। তালিকায় দ্বিতীয় স্থানে ভারত, তারপরে তুরস্ক। হাঙ্গেরি ও স্লোভাকিয়া—এই দুই ন্যাটো সদস্য রাষ্ট্রও মস্কোর কাছ থেকে তেল কিনছে। ট্রাম্পের বক্তব্য, বেজিং-এর প্রভাব কমাতে হলে চিনের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা উচিত। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলি চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপাবে। যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক প্রত্যাহারও করা হবে।” তাঁর দাবি, এই পদক্ষেপ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।