কৃষ্ণ সাহা , পূর্ব বর্ধমান
মরশুম শেষেও আটকে আছেন একদল পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের বিভিন্ন ইট ভাটায় তাঁরা আটকে আছেন।তবে রাজ্যে লকডাউন শিথিল হতেই আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে মালিক পক্ষ।রবিবার চারটি বাসে করে ২৩৬ জন শ্রমিককে বাড়ি ফেরানো হয়।এদের সবার বাড়ি বীরভূমের বিভিন্ন জায়গায়।
দক্ষিণ দামোদর এলাকায় ৪৯ টি ইটভাটায় কমবেশি ১২০০০ হাজার শ্রমিক কাজ করেন।তাঁদের বেশির ভাগই ভিন জেলার বাসিন্দা। কেই আবার ভিন রাজ্য থেকেও এখানে কাজ করতে এসেছেন। মূলত বীরভূম, বাঁকুড়া,পুরুলিয়া জেলার বাসিন্দারা জেলার বিভিন্ন ইট ভাটায় কাজ করেন। পাশাপাশি উত্তরপ্রদেশ,বিহার ও ঝাড়খণ্ড থেকেও বহু শ্রমিক ভরা মরশুমে কাজ করতে আসেন।ইট ভাটার মালিক ও খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য দফতরের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরিক্ষা করা হয়।গতকাল তাঁদের থার্মাল ক্লিনিং করা হয়।
ফি বছর বিভিন্ন ইটভাটায় পরিযায়ী শ্রমিকরা আসেন দুর্গাপুজোর আগে কিংবা পরে।ইট ভাটার ইট তৈরির মরশুম শেষে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাঁরা বাড়ি ফিরে যান।এটাই প্রতিবছর হয়।কিন্তু এবার সব কিছু বদলে গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব।লকডাউন চলছে পৃথিবীর বেশীর ভাগ দেশেই। ইটভাটার শ্রমিকরা মাস ছ’য়েক ধরে পরিবার নিয়ে ভাটা মালিকের আস্তানায় বাস করেন ।ইট ভাটার বিভিন্ন বিভাগে কাজ করেন তাঁরা। বাঁকিদার, রেজা, পাতেরা, ফায়ার ম্যান ও লোডার।পুরুষ ও মহিলা শ্রমিক সকলেই ভাটায় এক সঙ্গে কাজ করেন।
কাজ নাই।তবু বাড়ি ফিরতে না পারায় ভীষণ সমস্যায় পড়েন ইট ভাটায় কাজ করা ভিন জেলা বা ভিন রাজ্যেের পরিযায়ী শ্রমিকরা।
জেলা ও রাজ্যের বাইরের যাওয়া বন্ধ হওয়ায় মালিক পক্ষ ইটভাটার শ্রমিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন।সেই ভাবেই এতদিন চলছিল।প্রশাসনের নির্দেশে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার উদ্যোগ শুরু হয় দিন কয়েক আগে।
এদিন সকাল থেকে ইটভাটার শ্রমিকদের বাসে চাপিয়ে বাড়ি ফেরানোর তোড়জোড় শুরু হয়। চারটি বাসে করে ২৩৬ জন শ্রমিককে বাড়ি ফেরানো হয়।