আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২৩৬ জন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো হলো।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা , পূর্ব বর্ধমান
মরশুম শেষেও আটকে আছেন একদল পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের বিভিন্ন ইট ভাটায় তাঁরা আটকে আছেন।তবে রাজ্যে লকডাউন শিথিল হতেই আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে মালিক পক্ষ।রবিবার চারটি বাসে করে ২৩৬ জন শ্রমিককে বাড়ি ফেরানো হয়।এদের সবার বাড়ি বীরভূমের বিভিন্ন জায়গায়।
দক্ষিণ দামোদর এলাকায় ৪৯ টি ইটভাটায় কমবেশি ১২০০০ হাজার শ্রমিক কাজ করেন।তাঁদের বেশির ভাগই ভিন জেলার বাসিন্দা। কেই আবার ভিন রাজ্য থেকেও এখানে কাজ করতে এসেছেন। মূলত বীরভূম, বাঁকুড়া,পুরুলিয়া জেলার বাসিন্দারা জেলার বিভিন্ন ইট ভাটায় কাজ করেন। পাশাপাশি উত্তরপ্রদেশ,বিহার ও ঝাড়খণ্ড থেকেও বহু শ্রমিক ভরা মরশুমে কাজ করতে আসেন।ইট ভাটার মালিক ও খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য দফতরের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরিক্ষা করা হয়।গতকাল তাঁদের থার্মাল ক্লিনিং করা হয়।

ফি বছর বিভিন্ন ইটভাটায় পরিযায়ী শ্রমিকরা আসেন দুর্গাপুজোর আগে কিংবা পরে।ইট ভাটার ইট তৈরির মরশুম শেষে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাঁরা বাড়ি ফিরে যান।এটাই প্রতিবছর হয়।কিন্তু এবার সব কিছু বদলে গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব।লকডাউন চলছে পৃথিবীর বেশীর ভাগ দেশেই। ইটভাটার শ্রমিকরা মাস ছ’য়েক ধরে পরিবার নিয়ে ভাটা মালিকের আস্তানায় বাস করেন ।ইট ভাটার বিভিন্ন বিভাগে কাজ করেন তাঁরা। বাঁকিদার, রেজা, পাতেরা, ফায়ার ম্যান ও লোডার।পুরুষ ও মহিলা শ্রমিক সকলেই ভাটায় এক সঙ্গে কাজ করেন।
কাজ নাই।তবু বাড়ি ফিরতে না পারায় ভীষণ সমস্যায় পড়েন ইট ভাটায় কাজ করা ভিন জেলা বা ভিন রাজ্যেের পরিযায়ী শ্রমিকরা।
জেলা ও রাজ্যের বাইরের যাওয়া বন্ধ হওয়ায় মালিক পক্ষ ইটভাটার শ্রমিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন।সেই ভাবেই এতদিন চলছিল।প্রশাসনের নির্দেশে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার উদ্যোগ শুরু হয় দিন কয়েক আগে।
এদিন সকাল থেকে ইটভাটার শ্রমিকদের বাসে চাপিয়ে বাড়ি ফেরানোর তোড়জোড় শুরু হয়। চারটি বাসে করে ২৩৬ জন শ্রমিককে বাড়ি ফেরানো হয়।

 

See also  লকডাউনে প্রাণ ফিরেছে দামোদরের
বর্ধমান জেলা ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শৈবাল ঘোষ জানান,লকডাউনের ফলে ইটভাটা বন্ধ ছিল, তখন মালিক পক্ষ পরিযায়ী শ্রমিকদের খাওয়ানোর ব্যবস্থা করে। এদিন সংগঠনের পক্ষ থেকে বাস ভাড়া করে শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়।থেকে যাওয়া বাকী শ্রমিকদেরও ধাপে ধাপে বাড়ি ফেরানো হবে।এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নবীন চন্দ্র বাগ ও জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম। অপার্থিব ইসলাম বলেন শ্রমিকদের সঙ্গে তাঁদের প্রয়োজনীয় খাবারও বাসে তুলে দিয়েছেন মালিকরা।বাচ্চাদের জন্য বিস্কুট ও অন্যান্য খাবার দেওয়া হয়েছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি