আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শহর জুড়ে জল জমল, বর্ধমান পুরসভার বিরুদ্ধে ক্ষোভ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বর্ধমান শহরের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট থেকে পাড়া-মহল্লা সবই ডুবে যায় জলের তলায়। এ নিয়ে সমাজ মাধ্যমে বর্ধমান পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শহরের পাশ দিয়ে যাওয়া একাধিক খাল আগাছায় ভরতি হয়ে থাকায় বৃষ্টির জল নামতে পারেনি। খাল-পুকুর উপচে বহু এলাকায় জল ঢুকে যায়। শহরের ভিতর দিয়ে যাওয়া বাঁকা নদীও টইটম্বুর হয়ে ওঠে।

সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় বাহির সর্বমঙ্গলা পাড়া, বাথানপাড়া, ছোটনীলপুর-বড়নীলপুর, বাবুরবাগ, লক্ষ্মীপুর, সুভাষপল্লি, শ্যামলাল মিঠাপুকুর, সাহাচেতন, শুলিপুকুর, টিকরহাট, খালুইবিল মাঠ, আঞ্জিরবাগান, বাজেপ্রতাপপুর-সহ একাধিক এলাকায়। বাবুরবাগের একাংশে কোমরসমান জল জমে যায়। বাজেপ্রতাপপুরে পুরসভাকে ত্রাণ শিবির খুলে প্রায় ১৫টি পরিবারকে আশ্রয় দিতে হয়েছে।

নিকাশি ব্যবস্থা নিয়েই মূলত ক্ষোভ স্থানীয়দের। ওয়ার্ড ১১ নম্বরের ক্ষুদিরামপল্লির বাসিন্দাদের অভিযোগ, কয়েক পশলা বৃষ্টিতেই এলাকায় জল জমে থাকে। খাল-নিকাশি ব্যবস্থা আগাছায় ভরতি, প্রতি বছর বর্ষায় তিন-চার মাস জলে কাটাতে হয়। রাস্তাঘাটও ভাঙাচোরা, ফলে সমস্যা আরও বাড়ছে।

যদিও পুরপ্রধান পরেশ সরকার বলেন, “বৃষ্টির জল কোথায় রাখব? কাল অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে। গত দু’মাস ধরে যে হারে বৃষ্টি হয়েছে, গত ৩০-৪০ বছরে দেখিনি। শহরে কোথাও ১৫-২০ মিনিটের বেশি জল দাঁড়িয়ে ছিল না। বাসিন্দাদের আমাদের উপর আস্থা রাখতে হবে।”

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, কালনা রোডে জেলা কৃষি দফতরে শুক্রবার ২৯২.৮ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়। বর্ধমানের কানাইনাটশালে ৮৮.২০ মিমি এবং ইদিলপুরে ৭৪ মিমি বৃষ্টি হয়েছে।

তবে বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ। বিজেপি যুব নেতা শুভম নিয়োগীর অভিযোগ, “শহর জুড়ে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। পুরপ্রধান শহরবাসীর সঙ্গে রসিকতা করছেন।” কংগ্রেস নেতা গৌরম সমাদ্দার বলেন, “মে মাসের বৃষ্টিতেও শহরে জল জমেছিল। তখন পুরপ্রধান জানিয়েছিলেন নিকাশি ব্যবস্থার কাজ চলছে। আজকের পরিস্থিতি তার উল্টো ছবি তুলে ধরল।”

See also  ঘরে বাইরে ছবির শুটিং করতে এসে চকদিঘীর মানুষের মন জয় করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি