আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খেলার মাঠেই গড়ে উঠুক আগামী সমাজ — মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পূর্ব বর্ধমানে কবাডি দল নির্বাচন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু নিউজ ডেস্ক:- খেলাধুলার মাটিই গড়ে তোলে সুস্থ সমাজ। সেই কথাই বারবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপ্রেরণাতেই গোটা রাজ্যের মতো পূর্ব বর্ধমানেও খেলাধুলার ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন দিগন্ত। রাজ্য সরকারের লক্ষ্য শুধু খেলাধুলা নয়, বরং ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, আত্মনির্ভর ও মানসিকভাবে দৃঢ় করে তোলা।

তারই অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান সদর সাউথ সাব ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বালক-বালিকা কবাডি টিম সিলেকশন ক্যাম্প। খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া ফুটবল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় সদর সাউথ সাব ডিভিশনের ৩২টি স্কুলের প্রায় ২২০ জন ছাত্র-ছাত্রী। প্রতিযোগিতায় অংশ নেওয়া কচিকাঁচাদের মুখে ঝরে পড়েছিল উৎসাহ, স্বপ্ন আর আত্মবিশ্বাস।

এখান থেকেই গঠিত হবে ৬টি দল। জানা যায়,আগামী ২৭শে আগস্ট কাটোয়ার পঞ্চানন তলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সাব-ডিভিশনাল স্তরের প্রতিযোগিতা। সেখানে নির্বাচিতরা জেলা স্তরে লড়াই করার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক এবং পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা ক্রীড়া সংসদের সম্পাদক সুরোজিৎ চ্যাটার্জি।

মঙ্গলবার আবেগঘন ভাষণে অপার্থিব ইসলাম বলেন, “মুখ্যমন্ত্রী সর্বদাই বলেছেন যুবসমাজকে খেলাধুলায় যুক্ত করতে হবে। তাহলেই গড়ে উঠবে সুস্থ ও শক্তিশালী সমাজ”। তিনি আরও জানান, খেলার মাঠেই শেখা যায় শৃঙ্খলা, দলগত মানসিকতা এবং সংগ্রামী মনোভাব, যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

মাঠে ঘাম, লড়াই আর খেলার প্রতি অগাধ অনুরাগ প্রমাণ করে দিচ্ছে—আগামীর পূর্ব বর্ধমান গড়ে উঠছে খেলাধুলার শক্ত ভিতের উপর দাঁড়িয়ে। কবাডির এই সংগ্রামী ছন্দই আগামী দিনের সমাজকে আরও শক্তিশালী করে তুলবে, এমন আশাই করছেন সকলেই।

See also  ক্রিকেট বিশ্বে ১ মাত্র ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন পোলার্ড

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি