সত্যজিৎ মালিক, কোতুলপুর :- বাঁকুড়ার কোতুলপুরের গোগড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। স্থানীয় সূত্রে জানা যায়, চা খেতে সাইকেল নিয়ে গোগড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন রাস বিহারী চক্রবর্তী (বয়স আনুমানিক ৬০)। সেই সময় হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি বারোচাকা লরি তাঁকে পিষে দেয়।

ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়, এলাকার মানুষ অভিযোগ করে এই মৃত্যুর জন্য দায় বেহাল রাস্তা ও বেপরোয়া গাড়ির গতি। কোতুলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দেহ উদ্ধার করে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বড় গাড়িগুলির বেপরোয়া চলাচলই এমন দুর্ঘটনার কারণ।