বোলপুর থানার আইসি লিটন হালদার কে ফোন কলে অনুব্রত মণ্ডলের অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় অবশেষে তিন মাস পর সোমবার দুপুরে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন অনুব্রত মণ্ডল।

যদিও এদিন সকালেই অনুব্রত মণ্ডলের আইনজীবীরা আগাম জামিনের জন্য আবেদন করেন, পরে দুপুর ২টো নাগাদ সুনামির সময় থাকলেও সুনামি সময় শেষ হওয়ার আগেই অনুব্রত মণ্ডল হাজির হন বোলপুর মহকুমা আদালতে।
প্রসঙ্গত, গত ২৯শে এপ্রিল একটি অডিও ভাইরাল হয় যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। আর তারপরেই সেই চাপে পড়ে বীরভূম জেলা পুলিশ স্বত্বপ্রণোদিত ভাবে অনুব্রত মণ্ডল এর বিরুদ্ধে মামলা রুজু করে। যদিও এই ঘটনায় তদন্তকারী আধিকারিক ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল। বোলপুর এস ডি পি ও দপ্তরে একাধিকবার হাজিরা দেওয়ার নোটিশ পাঠালেও তিনি বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। পরবর্তী সময়ে পাঁচ দিন বেডরেস্টের পর হাজিরা দেন অনুব্রত মণ্ডল।
এই ঘটনায় অবশেষে আদালতের কাছে অনুব্রত মণ্ডল আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বোলপুর মহকুমা আদালতের বিচারক শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করে অনুব্রত’র।
যদিও এ নিয়ে অনুব্রত মণ্ডল কোন মুখ খুলতে চাননি।