আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্গাপুরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শ্রমিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দুর্গাপুরের বিধাননগরের হাডকো মোড় সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চারতলা থেকে পড়ে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে রবিবার কলেজের গেট আটকে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

মৃত শ্রমিকের নাম শেখ হায়দার আলি (২৫)। বাড়ি পূর্ব বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকোড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ৮ তারিখ রাজমিস্ত্রির হেল্পারের কাজ করার সময় হায়দার কলেজ ভবনের চারতলা থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা চিকিৎসার পরও শনিবার রাতে মৃত্যু হয় তাঁর।

অভিযোগ, মৃত্যুর পরও ক্ষতিপূরণ নিয়ে কোনো দায়িত্ব নেয়নি কলেজ কর্তৃপক্ষ বা ঠিকাদার। ক্ষোভ উগরে দিয়ে পরিবার-পরিজন এবং স্থানীয়রা এদিন কলেজের গেট আটকে বিক্ষোভ শুরু করেন।

দুর্গাপুর সংখ্যালঘু সোশ্যাল ওয়ার্কারের সভাপতি শেখ জাহির বলেন, “যতক্ষণ না পর্যন্ত এর কোন খেসারত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে। দ্রুত ক্ষতিপূরণ না মিললে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”

See also  কেমন কাটবে আপনার দিন টা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি