উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : খেলাধূলা হারিয়ে যাচ্ছে আমাদের থেকে।বর্তমান সময়ের ছেলে মেয়েরা খেলাধূলায় সময় না দিয়ে মোবাইলে সময় বেশি করে দিচ্ছে। খেলাধূলার মধ্যে দিয়ে শরীর চর্চা হয়।পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোসংযোগ থাকলে শরীর, স্বাস্থ্য ও মন সব ঠিক থাকে।তাইতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ ই অগাস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেন।আর তাই এই দিনটিতে সারা রাজ্যে সরকারি উদ্যোগে খেলা হবে দিবস পালন করা হয়।

জয়নগর মজিলপুর পৌরসভার উদ্যোগে এই উপলক্ষে ১৫ ই অগাস্ট থেকে তিনদিনের নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পৌরসভার ইন্দিরা উদ্যানে।শুক্রবার এই খেলার সূচনা করেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল সহ একাধিক কাউন্সিলার।মোট ৮ টি দলের মধ্যে এই প্রতিযোগিতা মূলক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।এবারই প্রথম মহিলা দল ফুটবল খেলায় অংশ নেন।অংশ গ্রহন কারী দল গুলো হল – জয়নগর ইনস্টিটিউশন,মজিলপুর এ কে ভি বি বিদ্যাপীঠ,মজিলপুর জে এম ট্রেনিং স্কুল জয়নগর পিসি পাল ইনস্টিটিউশন, শান্তি সংঘ, এমএলএ ফ্যান ক্লাব, জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস, শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়, মজিলপুর অ্যাথলেটিক্স ক্লাব, সানডে টাইমস, ১০ নম্বর ওয়ার্ড যুবশক্তি, বাইশহাটা লোকাল উন্নয়ন সংস্থা, দক্ষিণ বারাসাত ফুটবল ক্লাব, ডিনাকা মেগা পাওয়ার।
প্রতিদিনই এই খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একাধিক কাউন্সিলার, পৌর কর্মী সহ বহু খেলা প্রেমী মানুষ জন।রবিবার এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।