আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“খেলা হবে দিবস” উপলক্ষে ইন্দাসে ফুটবল ম্যাচ, বিজয়ী দিঘলগ্রাম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ ১৬ই আগস্ট, গোটা রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পালিত হচ্ছে “খেলা হবে দিবস”। খেলাধুলার প্রতি মানুষের উৎসাহ ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে “খেলা হবে দিবস” হিসেবে ঘোষণা করেন।

এই উপলক্ষে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস হাই স্কুল মাঠে এক বিশেষ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অংশগ্রহণ করে দুইটি স্থানীয় দল — ইন্দাস ও দিঘলগ্রাম। জমজমাট এই খেলায় শেষমেশ দিঘলগ্রাম দল বিজয়ী হয় এবং ইন্দাস দল পরাজিত হয়।

খেলা শেষে উভয় দলকেই সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি, জার্সি, “ম্যান অফ দ্য ম্যাচ” ও “বেস্ট গোলকিপার” পুরস্কার তুলে দেওয়া হয়।

এই আয়োজনের মাধ্যমে খেলার প্রতি মানুষের ভালোবাসা ও অংশগ্রহণের উৎসাহ আরও একবার প্রমাণিত হল।

See also  IPL 2020 ম্যাচের টাইম টেবিল জেনে নিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি