আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাধীনতা দিবসে খণ্ডঘোষে বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সমিতির প্রথম কর্মসূচি পালিত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে (১৫ আগস্ট ২০২৫, শুক্রবার) নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সমিতি আয়োজন করল তাদের প্রথম কর্মসূচি। খণ্ডঘোষ ব্লকের কুমিরকোলা দুর্গা মন্দির প্রাঙ্গণে দিনভর নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবক, সমাজসেবী ও স্থানীয় মানুষ।

শুক্রবার সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সংগঠনের পক্ষ থেকে বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মভূমি ওঁয়ারি গ্রামে গিয়ে তাঁর ও ভগৎ সিং-এর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। কুমিরকোলার দুর্গা মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ ভাস্করানন্দজী মহারাজ।

উদ্বোধনী পর্বে অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক তুলে দিয়ে বরণ করা হয়। শিবিরে প্রথম রক্তদাতা ছিলেন সঞ্জয় রায় এবং শেষ রক্তদান করেন শিক্ষক মৃত্যুঞ্জয় চন্দ্র। প্রত্যেক রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

এরপর পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। যারা রক্তদান করতে পারেননি, তাঁরাও সক্রিয়ভাবে বৃক্ষরোপণে যোগ দেন। কুমিরকোলার রথতলায় মহারাজ ভাস্করানন্দজী, সমাজসেবী ও সংগঠনের সহ-সভাপতি শুভাশিস ব্যানার্জি ও সায়ন দত্তসহ স্বেচ্ছাসেবকরা বৃক্ষরোপণ করেন।

পাশাপাশি লোদনা অঞ্চলের গোলায় দামোদর নদ তীরে স্থানীয় যুবক দেবুর উদ্যোগে ৪০টি বটগাছের চারা রোপণ করা হয়। এতে যোগ দেন শিক্ষক অসিত দে ও মৃত্যুঞ্জয় চন্দ্রের পরিবারের সদস্যরাও।

অনুষ্ঠানের শেষে সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের জন্য ভোজনের আয়োজন করা হয়। ভোজন ব্যবস্থার দায়িত্বে ছিলেন সমাজসেবী সুব্রত মজুমদার (ভোলা দা)। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবী শুভাশিস ব্যানার্জি ও বিকাশ মণ্ডল।

বক্তব্য রাখতে গিয়ে মহারাজ ভাস্করানন্দজী বলেন—
“দক্ষিণ দামোদরের চারজন বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য অক্লান্ত সংগ্রাম করেছেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন খণ্ডঘোষের ওঁয়ারি গ্রামের বিপ্লবী বটুকেশ্বর দত্ত। কিন্তু তিনি স্বাধীন ভারতের ইতিহাসে যথাযোগ্য মর্যাদা পাননি। আজ তাঁর আদর্শকে পাথেয় করে এই সেবা সমিতি সমাজের উন্নয়নের পথে এগিয়ে আসায় তা সত্যিই প্রশংসনীয়। যে বৃক্ষরোপণ হলো, আগামী দিনে সেটিই মহীরুহ হয়ে সমগ্র ভারতবর্ষে উন্নয়নের অনুপ্রেরণা জোগাবে”।

See also  আমার উপর হামলা চালাতেই দুস্কৃতি জঙ্গল শেখ বোমা বাঁধাচ্ছিল- বিস্ফোরক দাবি কাটোয়ার তৃণমূল বিধায়কের

এই প্রথম কর্মসূচিই স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহ ও আশার সঞ্চার করেছে। সমিতির সহ-সভাপতি শুভাশিস ব্যানার্জি জানান—
“আগামী দিনে আমাদের সংগঠন শুধু পূর্ব বর্ধমানেই নয়, জলপাইগুড়ি, ২৪ পরগনা সহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি গ্রহণ করবে”।

সংগঠনের সদস্য শিক্ষক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন—
“পরিবেশ রক্ষার্থে আগামী পাঁচ বছরে এক লক্ষ বট ও অশ্বত্থ বৃক্ষ রোপণ করা হবে। পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রেও কাজ করবে বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সমিতি”।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি