আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য নতুন চ্যালেঞ্জ। সেভিংস অ্যাকাউন্টে এখন থেকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার টাকা। এই নিয়ম ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এই ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানা গুণতে হবে। নতুন গ্রাহকদের জন্য এটি বিশেষ করে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আগে আইসিআইসিআই ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স ছিল ১০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। তবে এই নিয়ম শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য, যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের মাসিক এই ব্যালেন্স বজায় রাখতে হবে। শহর ও শহরতলির জন্য এই নিয়ম প্রযোজ্য।

মফস্বল এলাকায় নতুন গ্রাহকদের জন্য ন্যূনতম মাসিক ব্যালেন্স রাখা লাগবে ২৫ হাজার টাকা, যা আগে ছিল ৫ হাজার টাকা। গ্রামীণ এলাকায় নতুনদের জন্য ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
পুরনো গ্রাহকদের জন্য গ্রামীণ ও মফস্বল এলাকায় ন্যূনতম ব্যালেন্স রাখা হয়েছে ৫ হাজার টাকা। ন্যূনতম ব্যালেন্স না রাখলে ৬% জরিমানা অথবা ৫০০ টাকা জরিমানা দিতে হতে পারে, যেটা কম হবে তা প্রযোজ্য।
এবার অন্য ব্যাঙ্কগুলো কী করছে? ২০২০ সালে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম বাতিল করেছিল। একইভাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও কানাড়া ব্যাঙ্কও পেনাল্টি চার্জ প্রত্যাহার করেছে। ব্যাঙ্ক অব ইন্ডিয়াতেও ন্যূনতম ব্যালেন্সের নিয়ম নেই।
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া চেকবুকসহ অ্যাকাউন্টে গ্রামীণ অঞ্চলে ন্যূনতম ২৫০ টাকা এবং শহর ও শহরতলিতে ১ হাজার টাকা ব্যালেন্স রাখতে হয়। চেকবুক না থাকলে গ্রামীণ এলাকায় ১০০ টাকা এবং শহরে ৫০০ টাকা রাখতে হবে।
এইচডিএফসি ব্যাঙ্কে শহর ও শহরতলির গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা, আর গ্রামীণ এলাকায় ২৫০০ টাকা।
অ্যাক্সিস ব্যাঙ্কে শহরে ন্যূনতম ১২ হাজার টাকা এবং গ্রামে ২৫০০ টাকা ব্যালেন্স বাধ্যতামূলক।
ব্যাঙ্ক অব বরোদায় শহরে ২০০০ টাকা এবং গ্রামীণ এলাকায় ৫০০ টাকা রাখতেই হয়।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে শহরের গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্স ২৫ হাজার টাকা এবং গ্রামে ১০ হাজার টাকা।