স্বাধীনতা দিবসের আগেই চালু হতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন। ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে “রবিবার” এবং “সোমবার থেকে ট্রেনটি যাত্রী পরিবহন শুরু করবে বলে” রেল সূত্রে জানা গিয়েছে। এই ট্রেন কখন কোথা থেকে ছাড়বে এবং কোথায় কোথায় থামবে—তা জানিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
রেল বিজ্ঞপ্তি অনুযায়ী, “রানাঘাট থেকে সকাল ৮টা ২৯ মিনিটে ছাড়বে এসি লোকাল, এবং শিয়ালদহ পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে।” অপরদিকে, “ফেরত যাত্রা শুরু হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে, যা রাত ৮টা ৩২ মিনিটে রানাঘাট পৌঁছাবে।” প্রাথমিকভাবে মাত্র একটি ট্রেন চলবে, তবে ভবিষ্যতে আরও রেক বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে রেল জানিয়েছে।

ট্রেনটি কোথায় কোথায় থামবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, “রানাঘাট থেকে ছাড়ার পর ট্রেনটি থামবে চাকদহ, কল্যাণী, কাচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগরে। শিয়ালদহ হবে শেষ স্টপেজ।”
বুধবার রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ট্রেনটির ভাড়ার তালিকা। “শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত একমুখী ভাড়া ৩৫ টাকা, বারাকপুর পর্যন্ত ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত ৯০ টাকা এবং রানাঘাট পর্যন্ত ১২০ টাকা ধার্য করা হয়েছে।” এছাড়াও যাত্রীরা চাইলে “সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক টিকিট” কিনতে পারবেন।
মাসিক ভাড়া সম্পর্কে রেল জানিয়েছে, “দমদম পর্যন্ত ৬২০ টাকা, বারাকপুর পর্যন্ত ১২৭৫ টাকা, নৈহাটি পর্যন্ত ১৮১০ টাকা এবং রানাঘাট পর্যন্ত ২৪৩০ টাকা।”
এই এসি লোকাল ট্রেনটির প্রতিটি কোচে রয়েছে “মোট ১১২৬টি আসন”, যেখানে প্রতি সারিতে তিনজন করে বসার ব্যবস্থা থাকবে। ঘণ্টায় “১১০ কিমি বেগে” ছুটতে সক্ষম এই ট্রেনের কোচগুলি তৈরি হয়েছে স্টেইনলেস স্টিলে। “মেট্রোর মতো এক কোচ থেকে অন্য কোচে যাওয়ার সুবিধা থাকছে,” সঙ্গে রয়েছে পর্যাপ্ত দাঁড়ানোর জায়গা ও “লাগেজ রাখার জন্য আলাদা রেক।” প্রতিটি কোচে থাকবে “চারটি দরজা।”