দুর্গাপুর: পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা স্মরণে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে বুধবার হিরোশিমা-নাগাসাকি দিবস পালন করল দুর্গাপুর স্টিল টাউনশিপের প্রণবানন্দ বিদ্যামন্দির। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নেতৃত্বে বি-জোন এলাকায় আয়োজিত হয় এক শান্তি যাত্রা, যেখানে অংশ নেয় হাজারেরও বেশি ছাত্রছাত্রী।


এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পারমাণবিক অস্ত্রের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়ানো হয়। একইসঙ্গে, আগামী প্রজন্মকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনের বার্তা দেওয়া হয়।

প্রসঙ্গত, ৬ আগস্ট পালিত হয় হিরোশিমা দিবস। ১৯৪৫ সালের এই দিনেই জাপানের হিরোশিমা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র “লিটল বয়” নামক পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যাতে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারান। শহরটি মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। কয়েকদিন পরেই, ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক হামলা হয়। সেই ভয়াবহ ইতিহাস স্মরণ করেই প্রতিবছর সারা বিশ্বে পালিত হয় এই দিনগুলি।

প্রণবানন্দ বিদ্যামন্দিরের এই উদ্যোগে শুধু শহরের শিক্ষার্থীরাই নয়, এলাকাবাসীরাও প্রশংসায় পঞ্চমুখ। পারমাণবিক অস্ত্র বিরোধী সচেতনতা এবং শান্তির বার্তা পৌঁছে দিতে এমন আয়োজন নিঃসন্দেহে সমাজের জন্য এক ইতিবাচক পদক্ষেপ। নিহতদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শেষ হয় অনুষ্ঠান।