আর মাত্র দুই মাস বাকি। সেপ্টেম্বরের শেষেই শুরু দুর্গাপুজো। ইতিমধ্যেই শহরের অধিকাংশ বড় বাজেটের পুজো প্রস্তুতির কাজে নেমে পড়েছে। সেই কর্মযজ্ঞ আরও মসৃণ করতে কলকাতার গুরুত্বপূর্ণ পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র অনুযায়ী, বৈঠকটি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওই বৈঠকে অংশ নেবেন পুজো আয়োজকদের পাশাপাশি কলকাতা পুলিশ, পুরসভা, দমকল, সিইএসসি এবং পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিকরা।
গত বছর পুজোর অনুদান ৮৫ হাজার টাকা করার পর মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, সেই অঙ্ক এক লক্ষ টাকায় পৌঁছতে পারে। এবার কি সেই ঘোষণা করবেন তিনি? উদ্যোক্তাদের মধ্যে রয়েছে তেমনই প্রত্যাশা।

এবছর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিন পুজোর সূচনা। অন্যান্য বছরের তুলনায় এবার পুজো কিছুটা আগেই আসছে, ফলে সময় হাতে কম। প্রতিবছরের মতো এবারও মুখ্যমন্ত্রী নিজেই তদারকি করছেন প্রস্তুতির বিষয়টি। যাতে দুর্গোৎসব নির্বিঘ্নে এবং সুন্দরভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই নিয়মমাফিক বৈঠক ডাকা হয়েছে।
প্রতি বছরই এই বৈঠকে ট্রাফিক পরিকল্পনা থেকে শুরু করে নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহের মতো নানা বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সরকারি অনুদান নিয়েও ঘোষণা আসে তাঁর মুখ থেকেই। গত কয়েক বছরে ধাপে ধাপে অনুদানের অঙ্ক বাড়ানো হয়েছে। এবারের বৈঠকে সেই অর্থ বাড়িয়ে এক লক্ষ টাকা করা হতে পারে বলে আশাবাদী পুজো কমিটিগুলি।
৩১ জুলাইয়ের বৈঠকে পুজোর প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সম্ভাব্য অনুদান ঘোষণার দিকেই নজর সবার।