পূর্ব বর্ধমান জেলার,মেমারিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হল চিকিৎসাধীন অবস্থায়। মৃতের নাম অলোক দাস (বয়স আনুমানিক ৩৭)। তিনি পেশায় নাপিত ছিলেন এবং বাড়ি দুর্গাপুর এলাকার কাঁটাপুর গ্রামে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে মেমারি থানার দেবীপুর চেকপোস্ট এলাকার জিটি রোডে একটি লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন অলোকবাবু। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাঁকে অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে বর্ধমান মেডিকেলে স্থানান্তর করা হয়। মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শনিবার রাত আনুমানিক ১২টা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজে তাঁর মৃত্যু হয়।
রবিবার সকালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় বর্ধমান মেডিকেল কলেজের মর্গে। অলোকবাবুর একটি আনুমানিক ছয় বছরের পুত্রসন্তান রয়েছে। হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।