কৃষকসেতু, কৃষ্ণ সাহা, খণ্ডঘোষ:- শনিবার উল্টো রথের দিনেও খোলা ছিল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ইন্দুটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কিন্তু উৎসবের দিনে শুধু ক্লাস পড়িয়ে দিন কাটেনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।


প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে খাওয়ানো হয় জিলাপি। এমন একটি উদ্যোগে খুশি হয়েছে শিশুরা, অভিভাবকরাও জানিয়েছেন কৃতজ্ঞতা। গ্রামবাসীরাও শিক্ষক-শিক্ষিকাদের এই মানবিক আচরণ ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক আনন্দ ও উৎসবের অনুভূতিকে গুরুত্ব দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য।